রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বঙ্গোপসাগরে কাঁকড়া শিকারে গিয়ে ট্রলার থেকে পরে বাপ্পি মুন্সী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের আলমগীর মুন্সীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাপ্পি মুন্সী তার বাবা আলমগীর মুন্সীর সাথে বঙ্গোপসাগরে কাকড়া শিকারে যায়। গতকাল শনিবার সকালে কাঁকড়া ধরার সময় বাপ্পির পায়ে রশি পেচিয়ে পরলে ঢেউয়ের তোরে নদীতে পরে যায়। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বাবা আলমগীর মুন্সী। কিন্তু সগর থেকে বাড়ি ফেরার পথে ট্রলাইরেই মৃত্যু হয় বাপ্পির।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।