বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলাম ও দেশ প্রেমী তাওহীদী জনতার মোদী বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে হামলায় নিহতের ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। শনিবার বাদ আছর মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট রোড হয়ে প্রেসক্লাব সম্মুখে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হেফাজত নেতা মাওলানা জামিল আহমদ আনসারী, ইসলাম উদ্দিন, মাওলানা এহসান জাকারিয়া, মাওলানা শাহ মিছবাউর রহমান, মোস্তাকুর রহমান সাঈদী, মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা নুরুল আলম, মাওলানা এমদাদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের কাছে প্রশ্ন নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে দেশে আলেম ওলামা শহীদ কেন। হাজার হাজার ভাই, ছাত্র-জনতা আঘাতপ্রাপ্ত কেন? গতকালকের এই ন্যাক্কারজনক ঘটনায় পরিষ্কার বোঝাযায় আপনি বাংলাদেশের জনগণের সরকার নয়। তারা আগামীকাল রোববার সারাদেশের মতো মৌলভীবাজারেও শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করার আহ্বান জানান।
অপর দিকে একই সময়ে মৌলভীবাজার জেলা যুবলীগ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মৌলবাদী জামাত-বিএনপি চক্র ধংসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ, সমেরাশ দাশ যিসু সহ অন্যান্যরা।
এ ঘটনায় শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।