Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালিসে ছুরি মেরে তিনজনকে হত্যা

মুন্সীগঞ্জে কিশোর গ্যাং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

মুন্সিগঞ্জ সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারির ঘটনার সালিস চলাকালে ছুরি মেরে প্রতিপক্ষের তিনজনকে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)। ইমন উপজেলার উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে, সাকিব একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও মিন্টু প্রধান একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকার কিশোর-তরুণদের কয়েকটি দল আছে। আধিপত্য নিয়ে পক্ষগুলো প্রায়ই ঝামেলায় জড়ায়। ঘটে মারামারির ঘটনাও। গত বিকেলে একটি পক্ষের সৌরভ ও অভিদের সঙ্গে অন্য পক্ষের ইমন ও সাকিবদের কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষ হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে রাত ৯টার দিকে সালিসে বসে দুই পক্ষের লোকজন। সালিসের একপর্যায়ে সৌরভদের পক্ষের ১০ থেকে ১৫ জন ইমনদের পক্ষের লোকজনকে মারধর শুরু করে। সে সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন, সাকিব ও মিন্টু প্রধান। রাত ১১টার দিকে তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে মারা যান সাকিব। মিন্টু প্রধান আজ বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস প্রথম আলোকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক তরুণ মৃত ছিলেন। অপর দুজন গুরুতর আহত ছিলেন। ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সাকিবের বড় বোন সাথী আক্তার বলেন, সালিসে তার মা-বাবাও গিয়েছিলেন। তার ভাই সাকিব মাফ চাওয়ার জন্য প্রতিপক্ষের লোকজনের পায়ে ধরেছিল। ওই সময় ভাইকে ছুরি মারা হয় বলে তার ভাষ্য। তিনি ভাই হত্যার বিচার চান। নিহত মিন্টু প্রধানের ছোট ভাই আফসার উদ্দিন বলেন, আমার ভাই বিচার করতে গিয়েছিল। বিচারে দুই পক্ষের লোকজনকে মিলিয়ে দিলেন। অথচ ওরা আমার ভাইকেও মেরে ফেলল।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আবদুল মোমেন গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। কোনো একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্ব›দ্ব হয়েছিল। গত রাতে এ নিয়ে সালিস বসে। সেখানেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৬ মার্চ, ২০২১, ১:৩৬ এএম says : 2
    একমাত্র কিশোর গাংগুলি সরকার স্কুল কলেজ বন্ধ রাখার কারনে এই অবস্থা।
    Total Reply(0) Reply
  • Mizanor Rhaman ২৬ মার্চ, ২০২১, ২:৫০ এএম says : 0
    কিশোর গ্যাং একটা ভয়ংকর রুপ নিচ্ছে, সামাজিক ভাবে এদের কে সঠিক পথে আনতে হবে, বাবা মার যেমন দায়িত্ব আছে, এলাকার বাসিন্দাদেরও দায়িত্ব আছে,এলাকার কিছু বড় ভাই এবং রাজনৈতিক দলের কিছু নেতাদের থেকে দুরে রাখুন।
    Total Reply(0) Reply
  • Liton Shaik ২৬ মার্চ, ২০২১, ২:৫০ এএম says : 0
    আবর্জনা হলে আমরা কি করি? কিশোরগ্যাং নামের আবর্জনাকে বাড়তে দিলে এটি শুধু খুনখারাবিতেই জড়াবেনা ভবিষ্যতে সকল অপরাধের কেন্দ্র বিন্দুতে পরিনত হবে তারা। আবর্জনা সমূলে পরিষ্কারের সময় এখনই। কোন অনুকম্পার সুযোগ নেই।
    Total Reply(0) Reply
  • Anamul Kabir Anam ২৬ মার্চ, ২০২১, ২:৫০ এএম says : 0
    করোনার অজুহাত, কিশোর গ্যাং এর উৎপাত। স্কুল কলেজ যতেই বন্ধ থাকবে,এদের উত্থান ততোই বাড়বে। এদের আইন দিয়ে নয় সামাজিক কর্মকান্ডে ব্যস্ত রাখলে এরা ভালো হয়ে উঠবে। কিন্তু বাংলাদেশে সবকিছু উন্মুক্ত থাকলোও কেবল স্কুল ও কলেজে করোনার জন্ম নিচ্ছে নাকি। তাই সোনার ছেলেরা আমাদের ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে, গ্যাং হয়ে কিছু ভালো ভালো কাজে লিপ্ত হচ্ছে
    Total Reply(0) Reply
  • Lovelu Sheikh ২৬ মার্চ, ২০২১, ২:৫১ এএম says : 0
    কিশোর গ্যাং আসলে কি? এটা কিভাবে আসলো? এইসব নিয়ে সরকারের কোন মাথাব্যথা নাই। কেননা,সরকারের রাজনৈতিক হোতারা এইসব কিশোরকে দিয়ে ফায়দা হাসিল করে আর তাদের এক্সট্রা একটা পাওয়ার প্রোবাইড করে। অল্প বয়সের এইসব কিশোর পাওয়ারের ঠেলায় এইসব অনৈতিক কাজে জরায়। কিশোর গ্যাং কিছুদিন পর করোনার থেকেও ভয়ংকর হবে। চলুক এইভাবেই....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর গ্যাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ