Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী চারঘাটে আগুনে পড়েছে চারটি ঘর ও একটি গরু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৫:২০ পিএম

রাজশাহীর চারঘাট পৌরসভার গোপালপুর ৬নং ওয়ার্ডে মৃত ইনতাজের ছেলে রুবেল আলীর বাড়িতে চারটি ঘরসহ একটি গরু আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রান্নাঘরের চুলার থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ¦লন্ত ছাই হইতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হয়। এসময় বাড়ির চারটি টিনশেড ঘর সম্পন্নরুপে পুড়ে যায় এবং একটি ষাড় গরু পুরে ছাই হয়ে যায়। এই চারটি ঘর ও ষাড় গরুসহ প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে চারঘাট ফায়ার সার্ভিস ষ্টেশন টিম লিডার জহুরুল ইসলাম জানান।
ঘটনার খবর পেয়ে চারঘাট পৌরসভার মেয়র একরামূল হকসহ ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, থানার এস আই সাইদুর রহমান ঘটনাস্থলটি পরিদর্শন করেন। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ