Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে ভুট্রা চুরির অভিযোগে হামলা সংঘর্ষ আহত- ১৫

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ২:৪৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ভুট্রা চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পোগলদিগা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে-সুজন (১৭), হাসমত আলী (৪০), আ. জলিল (৪২), রোকেয়া বেগম (৩৫), আমির হোসেন (৪৫), শফিকুল ইসলাম (৩৫), লিজা আক্তার (১১), রাকিব হাসান (১৪), আলতাফ হোসেন (৫০), আনোয়ারা বেগম (৪০), অবিরন বেগম (৬০), সবুজা বেগম (৩৫), মিতু আক্তার (৩০) ও শিলা আক্তারকে (২২) সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পোগলদিগা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাসমত আলীর শিশু ছেলে সুজনের ওপর প্রতিবেশী দুলাল মিয়া ভুট্রার ক্ষেত থেকে ভুট্রা চুরির অভিযোগ তুলে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তারা লাঠিসোটা নিয়ে হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। হাসমত আলী জানান, তার ছেলে সুজন ভুট্রা চুরি করেনি। সে গরুর খাবারের জন্য ভুট্রার গাছের পাতা কাটতে গিয়ে ছিল। ভুট্রা চুরির অভিযোগ মিথ্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ