Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নৌকা মার্কার দুই প্রার্থী নির্বাচিত

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ২:২৬ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালাইয়া ও কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী যথাক্রমে এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার নির্বাচিত হয়েছেন। এনিয়ে ফয়সাল আহম্মেদ মনির মোল্লা চতুর্থবার এবং অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালাইয়া ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও হাতপাখা মার্কা নিয়ে আলতাফ হোসেন মনোনয়ন পত্র জমা দেন। অপর দিকে কালীশুরী ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল, হাতপাখা মার্কা নিয়ে মুহাম্মদ আবদুল জলিল ও স্বতন্ত্র পার্থী হিসাবে সেলিম মিয়া মনোনয়ন পত্র জমা দেন। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন থাকলে কালাইয়া ইউনিয়নের হাতপাখা মার্কার প্রার্থী আলতাফ হোসেন এবং কালিশুরী ইউনিয়নের হাতপাখা মার্কার প্রার্থী আবদুল জলিল ও স্তন্ত্র প্রার্থী সেলিম মিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় দুই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি অন্য কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছেনা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও তাদেরকে নির্বাচনের নির্ধারিত তারিখ ১১ এপ্রিলের আগে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ