Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে দুই দেশের কাস্টমস এর মধ্যে মিষ্টি বিনিময়

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:২৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিষ্টি উপহার দিলেন বাংলা-হিলি কাস্টমস।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় হিলি স্থলবন্দরের চেকপোস্টের শুন্যরেখায় বাংলা-হিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে ভারতীয় হিলি কাস্টমস সুপারিনটেডেন্ট সনজিত কুমারকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
পরে ভারতীয় কাস্টমস সুপারিনটেন্টে সনজিত কুমার বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলমকেও ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান. দু দেশের কাষ্টমসের মধ্যে সৌহাদ্য পুণ সর্ম্পক থাকায় বন্দরের রাজস্ব আহরন বেশী হচ্ছে। এই সম্পক ধরে রাখার জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তি উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিস্টি উপহার দিলাম।
এ সময় বাংলাহিলি ও ভারত হিলি কস্টমসের কর্মকর্তা , বিজিবি, বিএসএফ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ