Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় লটারির মাধ্যমে ২৪ ভূমি কর্মকর্তার বদলি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৪:২৭ এএম

খুলনায় লটারির মাধ্যমে নিজ নিজ কর্মস্থল বেছে নিয়েছেন একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ২৪ জন ইউনিয়ন ভূমি কর্মকর্তা। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রসাশনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাকিবুল হাসান জানান, খুলনায় ২৪ জন ইউনিয়ন ভূমি কর্মকর্তা লটারির মাধ্যমে নিজ নিজ কর্মস্থল বেছে নিয়েছেন। এর মধ্যে ১২ জন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এবং ১২ জন ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা রয়েছেন।

খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গিয়েছে, বদলিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য লটারির ব্যবস্থা নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অভিনব এই লটারির উদ্যোগ নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (এপি ও ভিপি শাখা) মোঃ তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার(গোপনীয়) মোঃ তকী ফয়সাল এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



 

Show all comments
  • parvez ২৫ মার্চ, ২০২১, ৬:৫০ এএম says : 0
    nothing but a fun.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ