Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-ভারতের মধ্যে কাউকে বাছতে যাবে না বাংলাদেশ

ভার্চুয়াল সেমিনারে গওহর রিজভী

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:১০ এএম

বাংলাদেশ চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ (বিআরআই) উদ্যোগের অংশ, তবে ইন্দো-প্যাসিফিক পরিকল্পনায়ও অংশগ্রহণের আগ্রহ রয়েছে ঢাকার। চীন ও ভারতের মধ্যে ঢাকা কাউকে বেছে নেবে না বা পক্ষ নিতে যাবে না। গত মঙ্গলবার লন্ডনভিত্তিক একটি থিংক ট্যাংকের আয়োজনে ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। খবর দ্য প্রিন্টের।

সেমিনারে আরও অংশ নিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক ডেপুটি উপদেষ্টা পঙ্কজ সরণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) দক্ষিণ এশিয়া গবেষণা প্রকল্পের প্রধান রাহুল রায় চৌধুরী।

গওহর রিজভী বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চীন গুরুত্বপূর্ণ অংশ ঠিকই, তবে তা কোনোভাবেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার মতো নয়। তিনি বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আপনি এর চেয়ে ভিন্ন কিছু কল্পনা করতে পারবেন না। অন্যভাবে চিন্তা করা আত্মঘাতী হতে পারে।

এসময় ‘বু ইকোনমি’ বা সামুদ্রিক অর্থনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গোপসাগর দ্রুতই ইন্দো-প্যাসিফিক কৌশলের ভিত্তি হয়ে উঠছে।

সেমিনারে ভারত-বাংলাদেশের দুই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে প্রশ্ন করা হয়েছিল, তিস্তা নদীর পানিবণ্টন সমস্যা সমাধানে কতটা অগ্রগতি হয়েছে? জবাবে গওহর রিজভী বলেন, দুর্ভাগ্যক্রমে তিস্তা অন্য অনেক ইস্যু থেকে আমাদের বিচ্যুত করছে। তিস্তা ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে অর্ধশতাধিক অভিন্ন নদী রয়েছে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের অববাহিকা-বিস্তৃত ব্যবস্থা নিয়ে ভাবা উচিত, যেন দুই দেশই একে অন্যের ক্ষতি না করে উপকৃত হতে পারে।

এ সময় ঢাকা-নয়াদিল্লির মধ্যে ১৯৯৬ সালে গঙ্গা পানি চুক্তির কথা মনে করিয়ে দেন ভারতীয় জাতীয় নিরাপত্তাবিষয়ক ডেপুটি উপদেষ্টা পঙ্কজ সরণ। তিনি বলেন, আমরা তিস্তা নদীর পানিবণ্টনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ ইস্যুতে ঢাকার সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।



 

Show all comments
  • MD Russell Khan ২৫ মার্চ, ২০২১, ১:০৬ এএম says : 0
    আরেক লিজেন্ডের ভাইরাল হওয়ার সাধ জাগছে
    Total Reply(0) Reply
  • Mohammad Manik ২৫ মার্চ, ২০২১, ১:০৭ এএম says : 0
    ভারত আপনাদের পিছন থেকে সরে গেলে বাংলার মাটিতে পাচ মিনিট ও টিকতে পারবেন না।
    Total Reply(2) Reply
    • Robiul ২৫ মার্চ, ২০২১, ৮:৫৫ এএম says : 0
      Nothing to hi bro!
    • ২৫ মার্চ, ২০২১, ১১:১৮ এএম says : 0
  • Shohel Hazi ২৫ মার্চ, ২০২১, ১:০৭ এএম says : 2
    ওদেরকেইতো ভারত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে।
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান সুমন ২৫ মার্চ, ২০২১, ১:০৭ এএম says : 0
    আর শুধুমাত্র এর জন্যই বিপদের সময় কাউকেই খুঁজে পাওয়া না। ঠিক যেমনটা রোহিঙ্গা সমস্যার সময় হইছিলো।
    Total Reply(0) Reply
  • Rahad Sarkar Rasel ২৫ মার্চ, ২০২১, ১:০৮ এএম says : 0
    আশ্চর্য! এনাকে দেখলেই আমার আলজাজিরা সাংবাদিক মেহদি হাসানের কথা মনে পড়ে! কী জানি বাবা! আমার স্মৃতিশক্তি কেন জানি ইদানীং খুব দুর্বল হয়ে যাচ্ছে। কিচ্ছু মনে থাকে না!
    Total Reply(0) Reply
  • Afsary Reza ২৫ মার্চ, ২০২১, ১:০৯ এএম says : 0
    পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষের কিছু ভালো কাজ করে যাওয়া উচিত। Because মরে গেলে মানুষ জেনো গালি দিয়ে নাম টা না নেয়।
    Total Reply(0) Reply
  • Trust Palash ২৫ মার্চ, ২০২১, ১:০৯ এএম says : 2
    দুই দেশের কোন দেশই বাংলাদেশের সাহায্য কামনা করে না।
    Total Reply(1) Reply
    • Harunur Rashid ২৫ মার্চ, ২০২১, ১১:২২ এএম says : 0
      Wrong, India need Bangladesh help to hold on to their 7 sisters states.
  • Md+Helal+Karim ২৫ মার্চ, ২০২১, ৯:৪৩ এএম says : 0
    তিস্তার পানি বন্টনের চুক্তি আর কত যুগ লাগবে আপনারা মরে গেলে। ভারতকে সব দিতে পারেন এটা আদায় করতে পারেন না। .................. জীবনের শেষ বয়সে এসে এখন দেশপ্রেমটা অত্যন্ত দেখান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গওহর রিজভী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ