Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৪ লাখ টাকায় বিক্রি হলো সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়া সেই বাগাড় মাছ!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৭:৩০ পিএম

৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়া একটি বাগাড় মাছ।
প্রায় ৩০০ কেজি ওজনের এ মাছটি কেটে প্রতি ২৫০০ কেজি দরে করা হয় বিক্রি। বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, মাছটি বিক্রির জন্য গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে তোলা হয়। মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাগাড়টি। বেলা দুইটার দিকে মাছটি লালবাজার মাছের আড়তে নিয়ে আসা হয়। এদিকে, বাজারে বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমান। কেউ মুঠোফোনে দিয়ে ছবি কেউ কেউ আবার মাছটি ছুঁয়েও দেখছেন। মৎস্য ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, ২৮০ কেজি ওজনের ছিলো। আজ বুধবার এটি কেটে কেটে কেজি দরে ৪ লক্ষা টাকায় বিক্রি করি। প্রতি কেজি মূল্য নেই ২৫০০ টাকা। এছাড়া মাছটির শুধু মাথা বিক্রি করি ১ হাজার টাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ