বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন হলে নতুন তিন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। সাদ্দাম হোসেন হল, লালন শাহ ও শহীদ জিয়াউর রহমান হলে আগামী এক বছরের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
মঙ্গলবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদ জিয়াউর রহমান হলে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মানজুরুল হক, সাদ্দাম হোসেন হলে বাংলা বিভাগের প্রফেসর ড. গৌতম কুমার দাস এবং লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. ওবায়দুল ইসলাম নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের প্রফেসর আকরাম হুসাইন মজুমদার, লালন শাহ হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আব্দুল মোত্তালেব এবং সাদ্দাম হোসেন হলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।