Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকার যানজট

রাত্রিকালীন ফলের বাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০০ এএম

স্টারাজধানীর বাদামতলীতে যানজট এড়াতে দিনের পাশাপাশি রাত্রিকালীন ফল কেনাবেচার বাজার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে রাত্রিকালীন এ বাজারের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, লালবাগ ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার মো. মেহেদী হাসান, ৩২ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজী এম এ মান্নান, ৩৭ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুর রহমান মিয়াজী ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ প্লাবন আহমেদ রাজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এটি একটি ব্যবসায়িক এলাকা। কিন্তু এখানে মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাটে যাতায়াতের কারণে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। রাত্রিকালীন বাজার উদ্বোধনে মানুষের ভোগান্তি কমবে বলে আশা করেন তিনি।

এছাড়া ব্যবসায়ীরা দ্রæত ফল বাজারজাত করে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ