Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর থানার বিষয়খালী থেকে শাহজালাল ও আশরাফুল নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জেলার সদর থানার কানুহরপুর গ্রামের মঙ্গল আলী বিশ্বাস ছেলে শাহজালাল ও চান্দোরপুল গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফুল জামাল ইমরোজ। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোর রাতে বিষয়খালী এলাকায় অভিযান চালিয়ে শাহজালাল (৩৮) ও আশরাফুল জামাল ইমরোজকে (২১) ২টি বিদেশী ৯ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র ব্যবসা করে আসছিল বলে র‌্যাব জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ