Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ট্রান্সকমের গোডাউনে আগুন

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ট্রান্সকমের ইলেক্ট্রনিক্স পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্রান্সকমের টাঙ্গাইল শো-রুমের ম্যানেজার আসাদুল ইসলাম জানান, ঈদের চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত ফ্রিজ, এসিসহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী এনে গোডাউনে রাখা হয়েছিল। আগুন লাগায় ৬০/৬৫ ফ্রিজ ও ২০/২২ এসিসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এতে অর্ধ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শো-রুমের সেলসম্যান পীযুষ জানান, শো-রুমের ফ্রিজ বিক্রি হয়ে যাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে গোডাউনে যাই ফ্রিজ আনতে। শাটার খোলার সাথে সাথেই প্রচুর ধোয়া বের হতে থাকে। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মফিজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত এসে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ