রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুরে আউট অফ স্কুল চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়্যারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, অ্যাসিল্যান্ড অনুজা মন্ডল, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, জেলা প্রোগ্রাম হেড ভোসড মো. মেহেদী হাসান।
ভোসড উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বর্হিভ‚ত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে আলোচনা করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মো. মুনিব উর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আবুল বাশার, যুব উন্নয়ন অফিসার আল আমিন বাকলাউ, জেলা ভোসড সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আতিয়ার রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।