Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হচ্ছে গ্রামীণ প্রেক্ষাপটের নতুন ধারাবাহিক দেমাগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

আহমেদ শাহাবুদ্দিনের রচনায় অভিনেতা-নির্মাতা শামীম জামান নির্মাণ করছেন ১০৪ পর্বের মেগা ধারাবাহিক নাটক দেমাগ। নাটকটির শুটিং এখন চলছে। শামীম জামান বলেন, নাটকের বিষয়বস্তু গ্রামীন জীবনের ঘটনা নিয়ে। ১০৪ পর্বের পরিকল্পনা নিয়ে ধারাবাহিকটি শুরু করেছি। এরই মধ্যে কয়েক পর্ব নির্মিত হয়েছে। তিনি বলেন, আমার নাটকে সব সময় সমাজে বার্তা দেওয়ার চেষ্টা থাকে। ধাবাবাহিকটির গল্প সম্পর্কে বলতে গিয়ে শামীম বলেন, ফতেপুর গ্রামে মিয়া বংশ ও খাঁ বংশের মধ্যে দ্ব›দ্ব দীর্ঘ দিনের। মিয়ারা এক সময় ধনাঢ্য ছিল। এখন আর ধনাঢ্য নেই। জমি বেচে বেচে তারা ফতুর হয়ে গেছে। কিন্তু এখনো তাদের দম্ভ আছে। খাঁ বংশের লোকজনদের তারা তাদের সমকক্ষ মনে করে না। ছোটলোক মনে করে। অন্যদিকে খাঁ বংশের লোকজন এক সময় দরিদ্র থাকলেও এখন তাদের অনেকের হাতে টাকা-পয়সা হয়ে গেছে। তারা টাকার গরম দেখায়। মিয়া বংশের লোকজন মনে করে, ছোটলোকের হাতে টাকা হলে টাকার গরম দেখায়। প্রকৃত ধনীরা কখনো টাকার গরম দেখায় না। এ ধরনের তুচ্ছ বিষয় নিয়ে মিয়া আর খাঁ বংশের লোকজনের মধ্যে রেষারেষি চলে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, আরফান আহমেদ, জামিল হোসেন, নাদিয়া আহমেদ, রোবেনা রেজা জুঁই, ফারজানা রিক্তা, জয়রাজ, আইনুন পুতুল, ওয়ালিউল হক রুমি প্রমুখ। এটি শিঘ্রই একটি বেসরকারি টিভিতে প্রচার শুরু হবে। আশা করছি, দর্শক পছন্দ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ