বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানি টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের লোকাল বাস স্ট্যান্ড কলোনির কামাল আনসারীর ছেলে আফজাল হোসেন (৩০) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গোয়ালপাড়া গ্রামের জয়হরি কান্ত রায়ের ছেলে ধরণী কান্ত রায় (২২)।
গুরুতর আহত জেলা সদরের টুপামারী গ্রামের বাহাদুর চন্দ্র রায়ের ছেলে বিশ্বনাথকে (৩০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার জানান, ওই তিনজন নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক। তারা সকালে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত তিনজনকে প্রথমে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফজাল হোসেন মারা যান। রংপুরে পৌঁছার পর মারা যান ধরণী কান্ত রায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।