Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় গৃহবধূকে হত্যা, আটক ১

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় রেশমা বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুরের ছেলেকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে নিহতের বাড়ির সামনের ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রেশমা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইর গ্রামের মো. জালাল শেখের স্ত্রী ও প্রতিবেশী সোবহান মোল্লার মেয়ে।

নিহতের দাদী ফজরুন নেছা বলেন, গত দুই বছর আগে রেশমাকে প্রতিবেশী মাছিম শেখের ছেলে জালাল শেখের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর ওদের সংসার ভালো চলছিলো। রেশমার স্বামী ঢাকায় চাকরি করেন। রেশমার সঙ্গে তার ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বিরের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিলো।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রেশমাকে জবাই করে ত্যার পর হাত ও পায়ের রগ কাটা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে আটক করা হয়েছে বলে ‍জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ