বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার গুরুত্বপূর্ণ ফুটপাতগুলোর বেশীরভাগই বেদখল হয়ে রয়েছে। পথচারীদের তা ব্যবহারের সুযোগ নেই। ফুটপাত পার্শ্ববর্তী দোকানপাটগুলো ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে ইচ্ছেমত ফুটপাত দখল করে নিয়েছেন। খুলনা সিটি করপোরেশনের উদাসিনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ফেরীঘাট-খানজাহান আলী সড়কে দেখা গিয়েছে স্থানীয় স্যানিটারী ও টাইলস বিক্রির দোকানগুলো ফুটপাত দখলে নিয়ে তাদের মালামাল রেখেছেন। আর একটু সামনে কাঠ ও পিভিসি দরজার দোকানগুলোও দখলদারিত্ব চালিয়েছে। ফলে পথচারীদের হাঁটতে হচ্ছে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে। যা পথচারী ও যান চলাচলকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত করে রাখার দায়িত্ব খুলনা সিটি করপোরেশনের। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্থায়ীভাবে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে এখন রাস্তায়ও তাদের মালপত্র রাখছেন।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার দৈনিক ইনকিলাবকে বলেন, করোনার কারণে এতোদিন অভিযান বন্ধ ছিল। অচিরেই অভিযান শুরু হবে। তিনি আরো বলেন, বারবার জরিমানা করা হলেও ব্যবসায়ীরা কথা শোনেন না, আইন মানতে চান না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।