Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে বোনের বাড়ীতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন যুবক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১:৪৮ পিএম

মুন্সীগঞ্জের সিরজদিখানে বোনের বাড়ীতে বেড়াতে এসে অগ্নিদগদগ্ধ হয়ে মারা গেলেন মিলন হাওলাদার ৪২ নামে এক যুবক ।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে । মিলন হাওলাদার শরীয়তপুর জেলার নড়ীয়া থানার চান্দেনীপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে । গত এক সপ্তাহ আগে মিলন তার ভাগ্নিপতি বিল্লাল মাতব্বরের বাড়ীতে বেড়াতে এসেছিল ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন,আমরা ধারনা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাত ২ টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মিলন হাওলাদার নামে একজন গুরুতর আহত হলে তাকে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং চিকিৎসাধীন আবস্থায় আজ সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ