বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক বাদশার ওপর কুমিল্লার মুরাদনগর উপজেলা ‘আওয়ামী লীগের লোকজন’ সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন ছাত্রদল নেতা ওমর ফারুক বাদশা।
প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের রহিমপুর আযাচক আশ্রমের সামনে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী এই হামলা চালায়।
ওমর ফারুক বাদশা অভিযোগ করে বলেন, উপজেলার নয়াকান্দি গ্রামে মাটি ব্যাবসার কাজ শেষে রহিমপুর হয়ে নিজ বাড়িতে ফিরার পথে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ক্যাডার ও কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য আশ্রাফ মেম্বারের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী আমার উপর সন্ত্রাসী হামলা চালায়।
এতে আমি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় সড়কে পরে থাকি। পরে মুরাদনগর থানার এএসআই হানিফের নেতৃত্বে একদল পুলিশ আমাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরপর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) প্রেরণ করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার এএসআই আবু হানিফের ব্যক্তিগত মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।