পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলির আদেশ প্রাপ্তরা হলেন- এপিবিএন-২ এর অধিনায়ক মোহাম্মদ নজরুল হোসেনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি), এপিবিএন-১ এর অধিনায়ক মো. নিজামুল হক মোল্যাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের মো. বেলায়েত হোসেনকে এপিবিএন-১ এর অধিনায়ক হিসেবে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ সারওয়ার আলমকে এপিবিএন-২ এর অধিনায়ক এবং বরিশালের ডিসি মো. নাইমুল হককে এপিবিএন-১৪ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
ডিএমপির চার ইন্সপেক্টরকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বদলি প্রাপ্তরা হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেনকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক উদয় কুমার মন্ডলকে গোয়েন্দা গুলশান বিভাগ ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।