Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে ২ চাঁদাবাজ গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ি। গত রোববার বিকেলে এ দুজনকে আটক করা হয়।
নৌ-পুলিশ জানায়, সিলেট থেকে দাউদকান্দিগামী বালু বোঝাইকৃত বাল্কহেডের চালক সুকানির কাছে চাঁদার দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বাল্কহেডের সুকানি ও মাঝিকে মারধর করে চাঁদাবাজরা। এ সময় মারধর ও চাঁদাবাজির খবর পেয়ে মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে দোনারচর গ্রাম সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরাতন চাষি গ্রামের সাদেক মোল্লার ছেলে মো. সামচ্ছুল হক (৩০) একই উপজেলার মজি মিয়ার ছেলে ইমন (২২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৯শ’ টাকাসহ তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ