Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ঝুঁকিপূর্ণ চলাচল

ব্রিজের গোড়ায় মাটি নেই

মো. আবদুল মান্নান, কালিয়াকৈর (গাজীপুর) থেকে | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে বলিয়াদি রাস্তায় ঘাটাখালি নদীর ওপর নির্মিত ব্রিজের গোড়ায় মাটি নেই। প্রশাসনের সুদৃষ্টি না থাকায় দীর্ঘদিন সংস্কার হয়নি অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের আওতায় ওই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৫ বছর আগে। এরপরে সেখানে আর কোনো সংস্কার কাজ করা হয়নি। গত বছর বন্যায় রাস্তার বেশিরভাগ অংশই পানির নিচে ছিল। যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষা মৌসুমের পর আর কোনো সংস্কার কাজ করেননি স্থানীয় সরকার বিভাগ।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রা থেকে বলিয়াদি যাওয়ার একমাত্র সড়কে বরিয়াবহ এলাকায় ঘাটাখালি নদীর ওপর নির্মিত ব্রিজের মাটি নেই। তার একটু সামনেই বিশাল গর্ত। এছাড়াও এই রাস্তার গুঠুড়ি, বরিয়াবহ, বিষাইদ এসব এলাকায় রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে ওসব এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে চালকদের।
স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালক মকবুল হোসেন জানান, বর্ষা মৌসুমের আগেও নষ্ট ছিল রাস্তাটি। বর্ষায় আরো বেশি খারাপ হয়েছে। তারপর আর কোনো মেরামত করা হয়নি।
এ ব্যাপারে এলজিইডি কর্মকর্তা বিপ্লব পাল জানান, যত দ্রুত সম্ভব রাস্তা ও ব্রিজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ