Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে তিনটি সড়ক উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি সড়কের ৪ হাজার মিটার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ কাজের উদ্বোধন করেন জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ সড়ক তিনটি হলো- উপজেলার মীরগঞ্জ-জামালহাট সড়কের মনিরাম মোড় হতে তৈয়বের মোড়-এ জেড আই কৃষি ইন্সটিটিউট সড়ক, বামনডাঙ্গা দক্ষিণ রেল গেইট-কালিতলা সড়ক ও সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ-কাশিম বাজার সড়ক। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপ-সহকারী প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আ. মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সরদারসহ জাপা ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর জানান, এলজিইডি সুন্দরগঞ্জ উপজেলার বাস্তবায়নে এ সড়ক তিনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ