রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি সড়কের ৪ হাজার মিটার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ কাজের উদ্বোধন করেন জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ সড়ক তিনটি হলো- উপজেলার মীরগঞ্জ-জামালহাট সড়কের মনিরাম মোড় হতে তৈয়বের মোড়-এ জেড আই কৃষি ইন্সটিটিউট সড়ক, বামনডাঙ্গা দক্ষিণ রেল গেইট-কালিতলা সড়ক ও সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ-কাশিম বাজার সড়ক। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপ-সহকারী প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আ. মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সরদারসহ জাপা ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর জানান, এলজিইডি সুন্দরগঞ্জ উপজেলার বাস্তবায়নে এ সড়ক তিনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।