পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র মুসলিম বিশ্ব বরদাশত করবে না। ভারতের আদালতে দায়েরকৃত রিটের বিরুদ্ধে সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে হবে। ভারতের রাষ্টদূতকে ডেকে রিটের নিন্দা জানাতে হবে। ভারতের আদালতে কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখানো মুসলিম বিশে^র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। কথিত রিট অনতিবিলম্বে খারিজ করা না হলে ভারতীয় দূতাবাস ঘোরওসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। সারা পৃথিবীতে জিহাদের দাবানল জ্বলে উঠবে। ভারতের আদালতে কোরআনের আয়াত পরিবর্তনের দাবিতে দায়েরকৃত রিট প্রসঙ্গে গতকাল রোববার ইনকিলাবের সাথে পৃথক পৃথক সাক্ষাতকারে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এসব কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদী গতকাল ইনকিলাবের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কোরআন শরীফের ২৬টি আয়াত বাতিলের রিট দায়ের বিশ্ব মুসলিমের হৃদলে আঘাত হেনেছে। তিনি বলেন, মানব জাতির একমাত্র মুক্তির সংবিধান কোরআন শরীফের আয়াত বাতিলের রিট পৃথিবীর দেড়শ’ কোটি মুসলমান কখনো মেনে নিতে পারে না।
তিনি বলেন, কোরআন শরীফের ২৬ টি আয়াত তো দূরের কথা একটি অক্ষর বাতিলের চেষ্টা করা হলেও মুসলিম বিশ্ব বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও তা প্রতিহত করবে। কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র মুসলিম বিশ্ব বরদাশত করবে না। হেফাজত মহাসচিব আরো বলেন, কোরআনুল কারীম নিয়ে অতীতেও ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল। আমরা তখন বায়তুল মোকাররমে এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দিয়েছি। ভারতের সুপ্রিম কোর্টের এ রিট অতিসত্বর খারিজ করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ফুঁসে উঠবে।
তিনি বলেন, ভারতের আদালতে দায়েরকৃত রিটের বিরুদ্ধে সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে হবে। ভারতের রাষ্টদূতকে ডেকে রিটের নিন্দা জানাতে হবে। অনতিবিলম্বে এই রিট খারিজ না হলে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভারত দূতাবাস ঘেরাওসহ কঠিন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।
পীর সাহেব চরমোনাই : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ইনকিলাবকে বলেছেন, ভারতের উচ্চ আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের রিট করে মুসলমানদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন, কোরআনের আয়াত বাতিলের রিট করে মুসলমানদের উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন, কোরআনের একটি আয়াত কিংবা আয়াতের অংশকে বাদ দেয়ার শক্তি বিশ্বের কোন মানুষ কিংবা আদালত রাখে না। অপর এক প্রশ্নের জবাবে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বের সকল পরাশক্তি ইসলাম, কোরআন ও মুসলমান ধ্বংসে উঠেপড়ে লেগেছে। তিনি অবিলম্বে কোরআনের দুশমন ওয়াসিম রিজভীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
মধুপুর পীর সাহেব : খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর ভারতের আদালতে পবিত্র কোরআনের আয়াত পরিবর্তনের রিটের তিব্র নিন্দা এবং তা’অবিলম্বে খারিজ করার দাবি জানিয়েছেন। তিনি ইনকিলাবকে বলেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ঐশী গ্রন্থ। আল্লাহ তায়ালাই তা হেফাজত ও সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।
পীর সাহেব মধুপুর বলেন, যে এমন জঘন্য ও ঘৃণ্য কাজ করে সে নিঃসন্দেহে কাফের। কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখানো মুসলিম বিশে^র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ২৬টি আয়াতের ওপর আপত্তি তোলে ওয়াসিম রেজভী যে রিট করেছে তা একটি অমার্জনীয় অপরাধ। অনতিবিলম্বে ভারতের সুপ্রিমকোর্ট থেকে এ রিট খারিজ করতে হবে। অন্যথায় নরেন্দ্র মোদির সরকার ও ওয়াসিম রেজভী যে আগুন নিয়ে খেলা করছে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস: শিয়া নেতা ওয়াসিম রিজভী ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কোরআনে মজিদের আয়াত পরিবর্তনের রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী। গতকাল তিনি ইনকিলাবকে বলেন, কোরআনের পরিবর্তন পরিমার্জন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কোরআনের প্রতিটি অক্ষর কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা রিটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানান।
ইসলামী ঐক্য আন্দোলন : ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ইনকিলাবের সাথে আলাপকালে বলেন, ভারতে নরেন্দ্র মোদির সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একের পর এক যেসব পদক্ষেপ নিয়েছে তার সা¤প্রতিকতম দৃষ্টান্ত ভারতের সুপ্রিম কোর্টে কোরআন মজীদের আয়াত পরিবর্তনের আবদার জানিয়ে করা রিট। ভারতের গুজরাটে মুসলিম গণহত্যার মাধ্যমে মোদি তার ইসলাম বিরোধী মিশন শুরু করেছেন।
চারশত বছরের ঐতিহ্যবাহী বাবরী মসজিদ ধ্বংস ও সে স্থানে রাম মন্দির স্থাপনের মাধ্যমে ভারতবর্ষে ইসলামী সভ্যতার নিদর্শন মুছে ফেলার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামা ও মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার চক্রান্ত হিসেবে কথিত ওয়াসিম রিজভীর নামে কোরআন মজিদের আয়াত পরিবর্তনের রিট করার মত স্পর্ধা দেখিয়েছে মোদি সরকার। তিনি বলেন, গুজরাটের কসাই খ্যাত ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতবর্ষে ও সারা বিশ্বে মুসলমানদের নিয়ে সা¤প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঘৃণ্য চক্রান্ত হিসেবে এ কাজটি করেছেন।
বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এ দেশের কোটি কোটি মানুষের অবেগের কথাটি রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিবাদ আকারে ভারত সরকারকে জানিয়ে দিন। বিশেষ করে এমন পরিস্থিতিতে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যদি মোদিকে আসতে দেয়া হয় তা হবে স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করার নামান্তর। তখন মুসলমানরা আগামী শুক্রবার জুমার নামাজ শেষে পায়ের জুতা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মোদির সফরের প্রতিবাদ ও ক্ষোভ জানাবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম ইনকিলাবকে বলেন, কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে চরমভাবে আঘাত করা হয়েছে। প্রতিটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ভারতের রাষ্ট্রদূতকে জরুরিভাবে তলব করে কড়া ভাষায় এর তীব্র প্রতিবাদ করতে হবে। কোরআনের শত্রুদের আস্ফালন ভেঙ্গে দিতে হবে। বাংলার মাটিতে কোরআনের শত্রু ও তাদের প্রেতাত্মাদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইনকিলাবকে বলেন, শিয়া নেতা কুলাঙ্গার রিজভীর দ্বারা কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট করা প্রমাণ করে শিয়ারা মূলত ইসলামের চির শত্রু। এটা ইসলামের বিরুদ্ধে মোদি সরকারের আরেকটি ঘৃন্য ষড়যন্ত্র।
তিনি বলেন, কোরআনের কোন আয়াত, হরফ এমনকি একটি যের-যবর পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোনো আদালতের নেই। কেয়ামত পর্যন্ত পবিত্র কোরআন যথা রীতি অক্ষুন্ন থাকবে, যার অঙ্গিরার মহান আল্লাহ নিজেই করেছেন।
কোরআন প্রেমিক তৌহিদী জনতা যেকোনো মূল্যে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে। অবিলম্বে ভারতের আদালতকে এই অযৌক্তিক রিটকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা পৃথিবীতে জিহাদের দাবানল জ্বলে উঠবে। ইনশাআল্লাহ।
আযাদ দ্বীনী এদারারায়ে তালীম বাংলাদেশ : আযাদ দ্বীনী এদারারায়ে তালীম বাংলাদেশ এর সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন ইনকিলাবের সাথে আলাপকালে ভারতের আদালতে রিট প্রসঙ্গে বলেন, আল্লাহ তায়ালা নিজেই কিয়ামত অবধি পবিত্র কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কোরআন শরীফের আয়াত পরিবর্তন কাফির ছাড়া কেউ দাবি করতে পারে না। শিয়া নেতা ওয়াসিম রিজভী রিট করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। মোদী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অনতিবিলম্বে এই রিট খারিজ করে রিজভীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যতায় ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।