Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি প্রেসক্লাবের ১৭তম কমিটির অভিষেক সম্পন্ন

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১০:১৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৭তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং ১৬তম কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ( ২১ মার্চ) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ১৭তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট, সম্ভাবনা ও গঠনমূলক সমালোচনা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গত কয়েকবছরের মধ্যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের গতি কয়েকগুণ বেড়েছে। বর্তমানে আমাদের শিক্ষা-গবেষণার মান অনেক ভালো। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশা করি সকলের সহযোগিতার ফলে এই বিশ্ববিদ্যালয় বিশ্বে অনন্য উচ্চতায় অবস্থান করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিলট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মোহাম্মদ রেণু, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, প্রেসক্লাবের ১৭তম কমিটির নির্বাচনের নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁইয়া এবং ১৬তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ ও সাধারণ সম্পাদক মেহেদি কবীর।

এছাড়াও অভিষেক অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খাঁন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক আ ফ ম. জাকারিয়া, সহকারী অধ্যাপক জাবেদ কাইছার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ