বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্থ পারিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে শনিবার ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরিদর্শন দলে আরও ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। দুপুরে সেখানে পৌঁছে গ্রাম পরিদর্শন ও ক্ষতিক্ষতিগ্রস্থদের সাথে আলাপ শেষে প্রতিনিধি দলের নেতা নিতাই রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে যে হামলা ও লুটপাট হয়েছে তার সঙ্গেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। নাসিরনগর, রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরসহ উপসানালয়ে হামলা হয়েছিল-এসব প্রতিটি ঘটনার সঙ্গেই জড়িত ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু তারা নিজেরা দোষ করলেও বিচার না করে বারবার চাপানোর চেষ্টা করেছে অন্যের ঘাড়ে। ‘কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, একটি দুর্বল সরকার। এরা জোর করে বসে আছে ক্ষমতায়।’ তিনি আরও বলেন, এই নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে যে হামলা, লুটপাট হয়েছে এ ঘটনায় দেশে ও দেশের বাইরেও ব্যাপক প্রতিবাদ হচ্ছে।
আমরা এ ঘটনায় চরম ক্ষুব্ধ ও ব্যথিত। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, শুধু বাড়িঘরে হামলাই নয়; নির্যাতন হয়েছে নারী ও শিশুদের ওপরও। নির্যাতিত মানুষদের বুকফাটা কান্না শুনতে পেয়েছি আমরা। হামলার সময় বাথরুমে পালিয়ে থাকা নারী ও শিশুদের বের করে করা হয়েছে নির্যাতন। এখানকার প্রশাসন ঘটনা ঘটার আগে জানার পরও নেয়নি কোনো ব্যবস্থা। আপনারা দেখবেন প্রশাসন আছে শুধুমাত্র বিরোধী মত ও বিএনপিকে দমান করার কাজে। নোয়াগাঁও গ্রামের সংখ্যা লঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট, নারী ও শিশু নির্যাতনের এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। আমরা এই নির্যাতিত পারিবারের পাশে আছি এবং থাকব।
তিনি আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদ করতেই এই সংগঠন প্রতিষ্ঠা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা নির্যাতিত মানুষের পাশে আছি এবং থাকব। পরিদর্শন দল ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রদান করেন আর্থিক সহায়তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।