রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরিশালের হিজলা উপজেলায় তিন দিনব্যাপী এছলাহি জলসা শুরু হয়েছে।
গত শুক্রবার উপজেলার হরিনাথপুর কওমি মাদরাসায় ৩য় বার্ষিক এছলাহি জলসা শুরু হয়।
গতকাল শনিবার এ জলসার প্রধান অতিথি মাওলানা মোস্তাফিজুর রহমান হেলিপ্টারে হরিনাথপুর গোহাট ময়দানে অবতরণ করেন।
তাকে স্থানীয় সর্বস্তরের জনগণ, আলেম, মাহফিল এন্তেজামীয়া কমিটি ও বিভিন্ন ইসলামি একাডেমির শিক্ষার্থী এবং শিক্ষকরা শুভেচ্ছা জানান।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন ও ব্যারিস্টার মাসুম প্রমুখ।
তাদের নিরাপত্তায় নিয়জিত ছিলেন পিবিআই পরিদর্শক তারিক, হরিনাথপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও ডিএসবির এসআই মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান অতিথির সফর সঙ্গীরা হেলিকপ্টার যোগে তাদের অর্থায়ণে নির্মিত মেমানিয়া ইউনিয়নস্থ আলহাজ মোস্তাফিজুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ছয়গাঁও ফজিলাতুননেছা মাধ্যমিক বিদ্যালয় এবং প্রস্তাবিত হরিনাথপুর মহিলা কলেজের অধিগ্রহণ কৃত জমি পরিদর্শন করেন।
এছলাহি মাহফিলে স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসলিম জনতা বেডিং নিয়ে অবস্থান করেন। এ সময় মুসলিম উম্মাহ আলেমদের কন্ঠে ওয়াজ নছিহত শুনছেন। এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও প্রধান অতিথির দানে চলছে শ্রোতাদের খাবার-দাবারের ব্যবস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।