রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছেন।
ঘটনাস্থল ও মামলা সূত্রে সূত্রে জানা যায়, উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত খুজিয়া শেখের ছেলে মুসলিম হাজীর সাথে তার আপন ভাই মৃত মছির উদ্দিনের ছেলে সাজু, দুলা ও জগদুলের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মুসলিম হাজী ও তার ছেলে মাহাবুর (৫২), মোজাম্মেল (৫০), মোখছেদ (৪৫) ও স্বজন ছলেমানের স্ত্রী মালেকা (৩৪), রফিকুলের স্ত্রী মাসুদা (৩৫) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এদের মধ্যে মুসলিম হাজীর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মনজু মিয়া বাদি হয়ে ১৫ জন নামীয় ও ৪/৫ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মৃত মছির উদ্দিনের ছেলে সাজু , দুলা ও জগদুলকে আটক করেন।
থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।