রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদী খননের নামে ফসলি জমি কাটার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চরাঞ্চলের ভুক্তভোগী কৃষকরা। গতকাল শনিবার উপজেলা পরিষদের সামনে ভূঞাপুরের অর্জুনা ও গাবসারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন ও পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
এ সময় ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস ছাত্তার। তিনি জানান, হাইকোর্টের রায় অমান্য করে ফসলি জমি কেটে নদী খনন বন্ধ না করা হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরণ অনশন করবো। তারা আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজসে যমুনা নদীর ভ‚ঞাপুর অংশে অসাধু বালু ব্যবসায়ীদের সাথে আতাত করে নদীর মূল গতিপথ পরিবর্তন করে উপজেলার অর্জুনা, কুঠিবয়ড়া, ভরুয়া জগৎপুরা, তালতলা, সুবর্ণচর, রাজাপুর, রামপুর, গোবিনাথপুর, জুঙ্গীপুর, চাঁনগঞ্জ রুলিপাড়া, বেলটিয়াপাড়া, ডিগ্রিচরসহ বেশকিছু গ্রামের হাজার হাজার একর ফসলি জমি অবৈধভাবে খননের কাজ করছে।
তিনি আরো জানান, ফসলি জমি নষ্ট করে অপরিকল্পিত নদী খনন না করতে স্থানীয়রা সম্প্রতি হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট এই খনন বন্ধের আদেশ দেন। তারপরেও ফসলি জমি খনন অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলন জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অর্জুনা ইউনিয়ন যুবলীগ নেতা মোফজ্জল হোসেন সরকার, মাসুদ খান তুষার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, হাইকোর্ট থেকে কোনো সার্টিফাই কপি পাইনি। কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।