রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুঁকিপূর্ণ গাছ কাটাকে কেন্দ্র করে লালুয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোসলেহ উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়েছে। গত শুক্রবার শেষ বিকেলে ঘটনায় গুরতর আহত মোসলেহ উদ্দিনকে বিদ্যুৎ অফিসের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হামলায় জড়িত পিতা-পুত্রের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বিদ্যুৎ অফিসের নির্দেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সুরক্ষার জন্য গত শুক্রবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়ায় গাছ কাটার জন্য যায় মোসলেহ উদ্দিন। এ সময় গাছ কাটাকে কেন্দ্র করে গাছ মালিক জাহাঙ্গীর আকন তার সাথে তর্ক জড়িয়ে পরে। এক পর্যায়ে তাকে জাহাঙ্গীর ও ছেলে সজিব তাকে পিটিয়ে আহত করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশ জানান, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাপরিচালক আরিফুল হক শামীম জানান, তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।