Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

একসঙ্গে এখানেই ডট কম ও অপেরা মিনি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম মোবাইলে দ্রুত গতিতে ব্রাউজ করা ও উন্নত সেবা দেয়ার লক্ষ্য নিয়ে বিশ্বখ্যাত মোবাইল ব্রাউজার অপেরা মিনি’র সঙ্গে আবারো এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আরো বেশি কার্যকর এবং সক্ষমতার সাথে অনলাইন ক্লাসিফাইড ব্যবহারের উদ্দেশ্যে দেশের বহুল ব্যবহৃত অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম বিশ্বসেরা মোবাইল ব্রাউজার অপেরার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আগের চেয়ে অনেক কম সময়ে এবং সহজে এখানেই ডট কমের নতুন মোবাইল ইন্টারফেসে বিজ্ঞাপন পোস্ট করার সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন কিছু ফিচার হিসেবে যুক্ত হয়েছে ক্রেতা ও বিক্রেতার মাঝে চ্যাটিং, অ্যাকাউন্ট যাচাইকরণ এবং সহজে কোন কিছু খোঁজার অপশন। এখন কয়েকটি ধাপ পার করে খুব সহজে যে কেউ এখানেই ডট কমে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন।এছাড়া কীওয়ার্ড টাইপ করে এখানেই ডট কমের সার্চ বক্সে পণ্য খোঁজা যাবে। ব্যবহারকারীদের টাইপ করা কীওয়ার্ড থেকে প্রতিনিয়ত নিজেদের সার্চ ইঞ্জিন হালনাগাদ করতে থাকবে এখানেই ডট কম। এ প্রসঙ্গে এখানেই ডট কমের সিইও শৈলেন্দ্র নাথান বলেন, দেশের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড প্ল্যাটফর্ম হিসেবে এখানেই ডট কম সবসময় চেষ্টা করে নতুন মোড় খুঁজে বের করে ব্যবহারকারীদের নতুন ফিচার, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচায় করিয়ে দেয়ার। অনলাইন ক্লাসিফাইড প্ল্যাটফর্মে বেচাকেনায় সেরা অভিজ্ঞতা অর্জন নিশ্চিৎ করতে এখানেই ডট কমের মোবাইল ইন্টারফেসে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা করার পাশাপাশি সাইটকে আরো কার্যকর ও সক্ষম করা হয়েছে যা আগে ছিলো না। অপেরার সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যবহারকারীদের অনলাইন ক্লাসিফাইড সাইট ব্যবহারের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। উল্লেখ্য, মোবাইলে ইন্টারনেট ব্রাউজের ক্ষেত্রে সারাবিশ্বে অপেরা মিনি বেশ জনপ্রিয়। যে কোনো ওয়েবসাইটের মূল পেইজের সাইজ ১০ শতাংশ কমিয়ে এনে ব্যবহারকারীদের দ্রুত গতিতে ব্রাউজ করার পাশাপাশি সর্বোচ্চ ৯০ শতাংশ কম ডাটা খরচ করার অভিজ্ঞতা দিয়ে থাকে অপেরা মিনি। বাংলাসহ মোট ৯০টি ভাষায় ব্যবহার করা যায় অপেরা মিনি। স্মার্টফোনে ইন্টারনেটে গতি কম থাকলেও অপেরা মিনি ব্রাউজারে সন্তোষজনক গতিতে ব্রাউজ করা যায় আর তাই বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক। উল্লেখ্য, সবরকম মোবাইলে ব্যবহার করা যায় অপেরা মিনি ব্রাউজার। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর ছাড়াও স.ড়ঢ়বৎধ.পড়স থেকেও অপেরা মিনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। স ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একসঙ্গে এখানেই ডট কম ও অপেরা মিনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ