Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

মানছেন না সামাজিক দূরত্ব : মাস্ক ব্যবহারেরও অনীহা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

সারা দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এতে মানুষের মাঝে উদ্বেগ দেখা গেলেও সচেতনতার কোন বালাই লক্ষ্য করা যায়নি। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। চলাফেরায় তারা মানছেন না সামাজিক দূরত্ব। এ বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অভিযান ও কর্মসূচি নেয়া হবে। ইতোমধ্যে বগুড়ায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত ১৩ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিন্তারিত :

বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ আবার লাফিয়ে বাড়ছে। গত ৭ দিনে দক্ষিণাঞ্চলে সরকারি হিসেবে দুজনের মৃত্যু ছাড়াও ৫৯ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যাবধানে ঝালকাঠিতেই দুজনের মৃত্যু হয়েছে। আর এ বিভাগের ৬ জেলায় আক্রান্ত ৫৯ জনের মধ্যে প্রায় ৩০ জনই বরিশাল মহানগরীতে। গতকাল সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে সর্বমোট আক্রান্ত ১০ হাজার ৮৩২ জনের মধ্যে বরিশাল জেলার সংখ্যাই ৪ হাজার ৯৫৯। এ পরিস্থিতিতে ইউপি নির্বাচনের দামামা বেজে উঠছে গ্রামেগঞ্জে। অপরদিকে ভ্যাকসিন গ্রহনকারীর সংখ্যাও ক্রমশ হ্রাস পাচ্ছে দক্ষিণাঞ্চলে।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় ফের করোনা সংক্রমন বেড়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শজিমেক ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরে ১৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৪ জনের করোনা পজিটিভ এসেছে । এর মধ্যে বগুড়া সদরে ২২ জন এবং বগুড়ার বাইরে ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয় ।
এদিকে করোনা সচতেনতা সৃষ্টির লক্ষ্যে সকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ও তাসনিমুজ্জামানের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৩ ব্যক্তিকে মাস্ক ব্যবহার না করায় ১৭শ টাকা অর্থদন্ড দিয়েছেন।

স্টাফ রির্পোটার কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে গত বুধবার মোট ১৭৬টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮৭টি, মেহেরপুর জেলার ১২টি, চুয়াডাঙ্গা জেলার ১৩টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬৪ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ০৫ স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৯৪৮জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৮০৬জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার দুইজনে। আর মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। তারপরও মানুষের মাঝে তেমনটা সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ