Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ার বেলপুকুরের কোনাপাড়ার সরকারি খাল অবৈধ দখল মুক্ত করলো উপজেলা প্রশাসন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৪:৫৫ পিএম

পুঠিয়ার বেলপুকুরের কোনাপাড়ার সরকারি খাল অবৈধ দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এ অবৈধ দখল মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রুমানা আফরোজ ও পুঠিয়া থানার সদস্যগণ। উপজেলা প্রশাসনে অভিযানের সময় এলাকাবাসীর সতঃস্ফুর্ত সাড়া দেয়। অবৈধ দলখ মুক্ত করতে এলাকার প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ সেচ্ছায় কোদাল দিয়ে খালটির পাড় কেটে দখল মুক্ত করে। এসময় সেচ্ছায় কর্মরত এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ অভিযানকে কোদাল তুলে সমর্থন দেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বেলপুকুর কোনাপাড়া এলাকার সরকারি খালের মাঝখানে অবৈধ ভাবে পাড় তৈরি করে দখল করে এলাকার প্রভাবশালী একটি মহল। তারা এই খালটির মাঝখানে পাড়া দিয়ে তাদের পুকুরের সাথে সংযোগ করে। প্রায় গত একযুগ থেকে এ দখল চলে আসেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকার মানুষ বর্ষাকালের পুরো সময় জুড়ে পানি বন্দি হয়ে পড়ে। এতে আশেপাশে ঘরবাড়িতে এক হাঁটু পানি জমে থাকে। মাঠের ফসলী জমিগুলো পানি বন্দি হয়ে পড়ে। পুড়ো এলাকাটি বিশাল জলরাশিতে পরিণত হয়। খালের মাঝখানে অবৈধ ভাবে দখল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হতো। বিভিন্ন সময় এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার তারা পায়নি। শেষমেষে উপজেলা প্রশাসনে দারস্ত হয় এলাকাবাসী। এলাকাবাসী উপজেলা প্রশসানের এ অবৈধ দখল মুক্ত করায় ধন্যবাদ জনিয়েছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অবৈধ দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয় বলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ জানান। তিনি আরো জানান, অবৈধ দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনে এ অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ