Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দেব-রুক্মিণীর ঝগড়া!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৪:০৯ পিএম

সাদা-কালো ছবিতে গর্জিয়াস লুকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র । আর তা ঘিরেই যত বিপত্তি। এখন দেবের সঙ্গে তার মতবিরোধ এল প্রকাশ্যে! দেব-রুক্মিণীর ঝগড়াই হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার বিষয়।

১৫ মার্চ, সোমবার নিজের সাদা-কালো ফ্রেমে একটি ছবি পোস্ট করেন রুক্মিণী। ক্যাপশানে লেখেন, ''তিনি সবসময় বিশ্বাস করেন যে ছায়ার অন্দরে সুন্দর কিছু একটা রয়েছে।'' আর তাতেই দেব মন্তব্য করে বসেন, ''কী বাজে ছবিটা...আরও ভালো ছবি ছিল তো?''

তার এমন মন্তব্যে রুক্মিণী পাল্টা প্রশ্ন করে বসেন ''যেমন?'' উত্তরে সঙ্গে সঙ্গেই একটি ছবি পোস্ট করে ফেলেন সুপারস্টার। যেখানে তিনিই কেন্দ্রবিন্দুতে। ব্যাকগ্রাউন্ডে রুক্মিণীকে দেখা গেলেও বেশ অস্পষ্ট। ক্যাপশানে লেখেন, ''এটা কেমন?'' আর তাতেই বেশ চটে যান রুক্মিণী। সঙ্গে সঙ্গে লেখেন 'ব্লক'।

সোশ্যালে দেব-রুক্মিণীর এই ঝগড়া যে নেহাতই মজা করে তা বেশ বুঝেছেন নেটিজেনরা। তারকা জুটির খুনসুটিতে মজেছেন নেট দুনিয়ার মানুষজনও।

প্রসঙ্গত, দেব আপাতত 'গোলন্দাজ' এবং রিয়ালিটি শো-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে রুক্মিণী হিন্দি ছবি 'সনক'-এর কাজে ব্যস্ত। খুব শীঘ্রই বিদ্যুৎ জামালের বিপরীতে এই হিন্দি ছবিতে দেখা যাবে তাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ