Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্দ মিছিলেই মারা গেলেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৯:৪০ এএম

আনন্দ মিছিলের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে এক যুবলীগ নেতা মারা গেছেনে।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত আনন্দ মিছিল করার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন যুবলীগ নেতা স্বপন মিয়া।

৩৬ বছর বয়সী স্বপন মিয়া আটানী পুকুরপাড় এলাকার মজনু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে মহানগর যুবলীগের সদস্য স্বপন মিয়াও অংশ নেন। মিছিলটি মালগুদাম এলাকায় পৌঁছানোর পর স্বপন মিয়ার হার্ট অ্যাটাক হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ