Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ডাকে কৃষক জনতা দেশকে স্বাধীন করেছে

আলোচনা সভায় হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০ বছরে বহু নেতা বাঙালীর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তারা কেউ সফল হন নাই, অথচ বঙ্গবন্ধুর ডাকে নিজের প্রাণকে বাজী রেখে যুদ্ধ করে এদেশের কৃষক জনতা দেশকে স্বাধীন করেছেন। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জš§ হতো না। তিনি হাজার বছরের ঘুমন্ত বাঙ্গালীকে ৭ মার্চের ভাষণে জাগিয়ে তুলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করেছিলেন। তিনি ৭ মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে একটি জাতিকে উদ্বেলিত করেছিলেন। নিরস্ত্র জাতিকে স্বশস্ত্র জাতিতে পরিণত করেন। ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাক সেনাবাহিনী ও গোয়েন্দা মোতায়েন ছিল। পরদিন রিপোর্ট করা হয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭মার্চ স্বাধীনতা ঘোষণা দিলেন কিন্তু আমাদের চেয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিলো না। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশের গ্রাম ধীরে ধীরে শহরে রূপান্তরিত হচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি মাহবুবুল আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, আলহাজ্জ আকবর আলী চৌধুরী, আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাছান মাহমুদ

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ