Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা স্টাফ রিপোর্টার : কুমিল্লায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী ফাহমিদা হাসান নিশা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রউফ মৃত্যুর বিষয়টি জানান।

নিশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‍অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আবুল হাসানের মেয়ে।

জানা যায়, ২৩ আগস্ট ভোরবেলায় কুমিল্লার সদর দক্ষিণ থানার সালমানপুর এলাকায় মনিরের তিনতলা বাড়ির নিচ তালায় বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এতে ‍অগ্নিদগ্ধ হন নিশা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ১৪ দিন চিকিৎসাধীন থেকে রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এসআই আরো জানান, তিনি সালমানপুর এলাকায় মনিরের বাড়ির নিচ তালায় মেসে থাকতেন।

২৩ আগস্ট ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা পুলিশ, গোয়েন্দা বিভাগ, পিবিআই ও সিআইডি। এ ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়। সদর দক্ষিণ থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ওই মেসের দুই ছাত্রীকে আটক করে। নিশাও এ মামলার প্রধান আসামি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিস্ফোরণের আলামত ঢাকায় পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। আটক হওয়া দুই ছাত্রী এখনো এ বিস্ফোরণের বিষয়ে মুখ খোলেনি। আর প্রধান আসামি নিশা গতকাল রাতে মারা গেছে। মোট কথা এখনো রহস্য উন্মোচিত হয়নি। আজ মামলাটি পিবিআই পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ