Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাগঞ্জে যাত্রী ছাউনিতে ভাতের হোটেল

ভোগান্তিতে যাত্রীরা

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি যাত্রী ছাউনি মো. হারুন শিকদার নামের এক ব্যক্তির দখলে। আইনের তোয়াক্কা না করে তিনি অবৈধভাবে যাত্রী ছাউনি দখল করে ভাতের হোটেল ও চায়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। উপজেলার মাধবখালী ইউনিয়নে কাঠালতলী এলাকায় এ যাত্রী ছাউনি।
সরজমিনে দেখা যায়, হরেক রকম পণ্যের ঝলক, চেনার উপায় নেই যে এটি যাত্রী ছাউনি। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় হারুন অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছে। যার কারণে দুর্ভোগে পড়েছে হাজারো পথচারী ও যাত্রীরা। যাত্রী ছাউনির ভাতের হোটেলে গেলে হারুন শিকদারের দেখা মেলেনি।
তবে, দেখা মেলে হারুন শিকদারের স্ত্রী, তিনি বলেন, বিগত দুই বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। উপজেলার কোনো এক নেতাকে ম্যানেজ করে তার স্বামী দোকান নিয়েছেন। এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস জানান, তদন্ত করে খুব দ্রæতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ