Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক ইতিহাস চর্চা করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৫:২৫ পিএম

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক ইতিহাস চর্চা করতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি আরো বলেন, অকৃতজ্ঞ জাতি কখনো এগিয়ে যেতে পারেনা, তবে কৃতজ্ঞতাবোধ একটি জাতিকে বহুদূর নিয়ে যেতে পারে। আজ বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন করার অগ্রদূত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সব সময় মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিশুদের উদ্দেশ্যে ইমরান আহমদ বলেন, শিশুদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের কল্যাণে জন্য কাজ করতে হবে। কারণ এই শিশুরা আগামীতে যদি ভুল পথে যায় তাহলে এই দায় আমাদের নিতে হবে। কারিগরি শিক্ষার উপর গুরত্ব দিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।

বিদেশফেরতদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যারা করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছে, তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে করে তারা দেশে কিংবা বিদেশ গিয়ে উপার্জন বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে উজ্জ্বল ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, এই জাতি এক সময় স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য স্বপ্নের বীজ বপন করেছিলেন। কিভাবে অধিকার আদায় করতে হয় তাঁর নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। এই স্বপ্নের সাথে আমরা জড়িয়ে আছি, সোনার বাংলা বাস্তবায়ন করছে সরকার। আমরা যদি একযোগে কাজ করি তাহলেই জাতির পিতার স্বপ্ন পূরণ হবে। জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুল আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান। অনুষ্ঠানটি বিকেটিটিসি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি এবং বিজিটিটিসি যৌথভাবে আয়োজন করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কল্যাণ মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ