Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরের শ্রীপুরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে শাহীন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন রাজেন্দ্রপুরের ধলিপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। সে পাবুরিয়ার চালা গ্রামে তার নানা হায়দার আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত এবং পাবুরিয়ারচালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহতের নানা হায়দার আলী জানান, গত রাতে তার নাতী বন্ধুদের সাথে পার্শ্ববর্তী গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী স্থানীয় শামসুল হকের ছেলে সজীব তার কয়েক সহযোগী নিয়ে শাহীনের পথরোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে তারা শাহীনকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় শাহীনের বন্ধু চান মিয়ার ছেলে মোকাররম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শাহীন মারা যায় এবং মোকাররম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ