রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই উপজেলা থেকে সুই চং মারমা (২৫) নামে এক যুবক অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গত সোমবার তার বাড়ি থেকে চন্দ্রঘোনা থানা এবং যৌথবাহিনী সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রাইখালী ইউপি এলাকায় তাকে আটক করা হয়।
জানা যায়, এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ১টি পুরাতন কাঠের বাট যুক্ত এলজি, ১টি সবুজ কার্তুজ, ১টি এন্টেনা ভাংগা ওয়ারলেস, ৩টি বক্স এয়ারগানের পিলেট, ৬টি মোবাইল, ১টি টর্চলাইট ও ১টি কাঠের বাট যুক্ত ছুরি জব্দ করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামি সুই চং মারমা পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।