রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক প্রচারণায় আবারও নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ লক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শহর পরিস্কার পরিছন্ন রাখতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌরসভা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় চলাচলকারি পথচারিদের বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর পার্থ সারথী পাল, মো. আসাদ হোসেন মক্কু, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, পৌর বিদ্যুৎ শাখার প্রকৌশলী রনধীর রায়, পৌরসভার সচিব মো. ইসহাক ভঁ‚ইয়া, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।