বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে থেকে অপহরন হওয়া ৪ মাসের শিশু জুনায়েত কে উদ্ধার করে পুলিশ তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন।
এ ঘটনায় পুলিশ ২ মহিলা অপহরনকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানায় এক সংবাদ সন্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান, গাজীপুর মহানগরী পুলিশের উপ কমিশনার জাকির হোসেন। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ মার্চ বাসন থানাধীন নাওজোড় এলাকার ভাড়াটিয়া বাসায় কাজে মেয়ে রাশিদার নিকট জুনায়েতকে রেখে তার মা প্রতিদিনের মতো গার্মেন্টসে চাকুরিতে চলে যায়। দুপুরে ২ টার সময় কাজের মেয়ে রাশিদা শিশুটিকে বাসায় রেখে দোকানে কেক আনতে যায়। ৫ মিনিট পর বাসায় এসে দেখে জুনায়েত নেই। দুপুর ৩ টার দিকে জুনায়েতের বাবা ড্রাইভার দেলোয়ার হোসেন জনৈক মিলনের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার ছেলেকে অপহরন করা হয়েছে। এ বিষয়ে বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমনন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। মামলাটি নিয়ে বাসন থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দরুন বড়বাগ এলাকা থেকে অপহরনকৃত শিশু জুনায়েতকে উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত ২ মহিলা অপহরনকারী সামিয়া (১৪) ও মাকসুদা আক্তার খুশি (৩৫) কে গ্রেফতার করেন। সংবাদ সন্মেলনে এ সময় গাজীপুর মহানগরী পুলিশের এ ডিসি রেদুয়ান আহমেদ, বাসন থানার ওসি কামরুল ফারুক, ওসি তদন্ত মিজানুর রহমানসহ থানার অন্যান্য পুলিশ অফিসার গন উপস্হিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।