Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৪:১১ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (৪০) সাতক্ষীরা জেলার সদর থানার জোড়দিয়া গ্রামের মো: কায়সারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে রডমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, আশুলিয়ার গোরাট এলাকার একটি নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে রডের কাজ করার সময় হঠাৎ নিচে পরে যায় সাইফুল। পরে তাকে উদ্ধার করে সহকর্মীরা নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, উদ্ধর্তন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ