বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন রমজান কেন্দ্রিক মজুমদারির কারনে বাড়তে শুরু করেছে নিত্য পন্যের দাম। বগুড়ার খুচরা ও পাইকারি বাজার সমুহ ঘুরে তথ্য নিয়ে দেখা গেছে চাল,ডাল,তেল,পেঁয়াজ, রশুন,আদার পাশাপাশি মাছ, গোশত,মুরগির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
দ্রব্য মুল্যের উর্ধগতির কারণে সবচেয়ে বেকায়দায় পড়েছে মধ্যবিত্ব শ্রেনীর মানুষের। একদিকে করোনা কালীন সময়ে এনজিও সহ
বেসরকারি প্রতিষ্ঠান সমুহে কর্মি ছাঁটাই অন্যদিকে জিনিস পত্রের লাগামহীন মুল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে এই শ্রেনীর মানুষেরই।
মঙ্গলবার দুপুরে বগুড়া দুপুরে বগুড়ার ফতেহ আলী বাজারে মুরগির দোকানে এসে পাকিস্তানি ১ কেজি মুরগির দাম ৩২০ টাকা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন ক্ষুদ্র ব্যবসায়ী আমিরুল ইসলাম।কারণ গত সপ্তাহেই তিনি এখানে এসে ২৬০ টাকায় কিনেছেন পাকিস্তানি মুরগী। সপ্তাহের ব্যবধানে মুল্যের এই হেরফেরে তিনি অবশেষে ব্রয়লার মুরগি নিয়ে বাড়ি ফিরলেন। বগুড়ার বাজারে ১২০/১৩০ টাকা কেজির ব্রয়লার মুরগিই নিম্ন আয়ের মানুষ জনের সম্বল।
গোশতের বাজারে গরু প্রতিকেজি ৫৫০ এবং খাসি ৮৫০ টাকায় স্থির থাকায় মধ্যবিত্ব ক্রেতাদের কাছে এসব এখন সোনার হরিণের মত মনে হয়।
বগুড়া অঞ্চলে এবার প্রচুর পরিমাণে আলু,পেঁয়াজ, রশুন উৎপাদন হলেও রমজান কেন্দ্রিক মজুতদরির কারনে ওই পন্যগুলির দাম
বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির রশুন ৬০ এবং ৬০ টাকার আদার দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। একইভাবে সব ধরনের ডাল চিনা বাদাম প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা করে।
বিপজ্জনক অবস্থায় রয়েছে চালের বাজার। বাজার মুল্য বেশি থাকায় সরকারিভাবে ধান / চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে পুরোপুরি। আমদানি করে চালের বাজার নিয়ন্ত্রণের সরকারি চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার চাল ব্যবসায়ীরা। ফলে
বগুড়ায় নিম্নমানের চালের দামও বেড়ে দাঁড়িয়েছে ৪৮/৫২ টাকায়।
বাড়তে শুরু করেছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে উঠেছে ১৮/২০ টাকায়। অবশ্য টমেটো, বেগুন, মুলা, গাজর,ফুলকপি, বাঁধা কপি,সিম ইত্যাদির মুল্য
কম থাকায় কিছুটা রক্ষা ভোক্তাদের।
বগুড়ার বাজার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত প্রশাসনিক মনিটরিং এর কোন পদক্ষেপের লক্ষ্মণ পাওয়া যায়নি। ভুক্তভোগীরা চান, রমজান ও ঈদের আগেভাগেই যেন বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।