Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল আত্মসাৎ

সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি সদস্য আব্দুল মোতালেব সাময়িক বরখাস্ত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ২:৫৮ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে খাদ্যবান্ধব কর্মর্সূচির কার্ডধারীর কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে গত ৭ মাচ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানা গেছে।
জানা গেছে, ওই ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে গত ২০২০ সালের ২০ অক্টোবর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীর কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ উঠে। সংশ্লিষ্ট ওয়ার্ডের মো. জাহেদুল, মো. আব্দুল খালেক, শ্রী অশ্বিনী চন্দ্র, শ্রী রনজিৎ চন্দ্র শীল, মো. মজিদুলসহ ছয়জন কার্ডধারী সুবিধাভোগী ব্যক্তি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বরাররে লিখিত অভিযোগ দেন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সৈয়দপুর নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তদন্ত করা হয়। সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৌহিদুর রহমান ও খাদ্য পরিদর্শক মো. নুরে রাহাদ রিমন ওই তদন্ত করেন। তদন্তকারী কর্মকর্তারা ইউপি সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। এ অবস্থায় তদন্তকারী কর্মকর্তারা সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসারের বরাবরে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে গত বছরের ২ নভেম্বর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার তদন্ত প্রতিবেদনটি নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেন। এরপর নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউপি সদস্য আব্দুল মোতালেবের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে ওই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি সদস্য মো. আব্দুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করেন। আর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানিয়ে গত ৭ মার্চ নীলফামারী জেলা প্রশাসক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি পত্র দেয়া হয়েছে।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহেমদ বলেন এ বিষয়ে তিনি গতকাল পর্যপ্ত কোন চিঠি পাননি। তবে বিষয়টির খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ