Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ার পশ্চিম গয়ালমারা জামেমসজিদ ও হেফজ খানার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৫:০১ এএম

উখিয়ার পশ্চিম গয়ালমারা জামে মসজিদ ও তাহফিজুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাহফিলে প্রাণবন্ত আলোচনা করেন প্রখ্যাত মুফাসসীরে কোরআন মাওলনা বশির উদ্দিন।

সোমবার (১৫ মার্চ) রাতে মাহফিলের শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহাব উদ্দিন।

মাওলানা বশির উদ্দিন বলেন, যারা ঈমান এনে এর উপর টিকে থাকবেন তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। ফেরেস্তা পাঠিয়ে তাদের জানানো হবে, দুনিয়া আখেরাতে তোমাদের কোন ভয় নেই।
ফেরস্তারা বলবে, তোমাদের জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক দিয়েছন। আর জান্নাতে তোমরা যা চাও তা পাবে।

তিনি আরো বলেন, রসুল সঃ বলেন, মানুষ মারাগেলে সব আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনটি জিনিস কবরে কাজে লাগবে। সাদকায়ে জারিয়া, মানুষের উপকার হয় মত ইলমের ছওয়াব এবং
নেক্কার সন্তান রেখে গেলে -যারা মা-বাবার জন্য দোয়া করবে।

তিনি আরো বলেন, ঈমানের উপর টিকে থাকার জন্য কোন ধরণের শিরক ও তাগুতের অনুসরণ করা যাবেনা।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন রত্মাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, সাংবাদিক শামসুল হক শারেক, মেম্বার মীর আহমদ চৌধুরী, সাবেক মেম্বার মাহমুদুল হক চৌধুরী, আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম খান, সৈয়দ হোসাইন চৌধুরী, গয়ালমারা দাখিল মাদরাসার সুপার মাওলানা দিল মোহাম্মদ।

মাহফিলে ৪ জন হাফেজে কুরআনকে দস্তারে ফজিলত বা পাগড়ি পরানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ