Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মাড় লিমিটেড কোম্পানি’ স্থানান্তরে রুল

পরিবেশ দূষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম

অনুমোদনহীন ‘মাড় লি: কোম্পানি’র বিপজ্জনক দূষণ কার্যক্রম প্রতিরোধে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। ‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রুলে প্রতিষ্ঠানটিকে বর্তমান স্থান থেকে ঘোষিত শিল্প এলাকায় স্থানান্তরের কেন নির্দেশ দেয়া হবে না এবং এখতিয়ারপুর নামক খাল রক্ষার কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।

আদালত মামলাটির চ‚ড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, হবিগঞ্জ জেলা প্রশাসক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট’র পরিচালক, পরিবেশ অধিদফতর, সিলেটের পরিচালকদের উল্লেখিত কোম্পানীর সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশ দেন।
উল্লেখিত, বিবাদীদের কোম্পানি কর্তৃক উল্লেখিত এলাকার পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি নিরূপণ সাপেক্ষে প্রতিবেদন প্রস্তুত করে আদালতের আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত: ‘মাড় লিমিটেড কোম্পানি’ মূলত শুকনো মাড় (ড্রাই স্টার্চ পাউডার) উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ কারখানা থেকে বিপুল তরল বর্জ্য উৎপন্ন নিঃসরিত হয়। এ বর্জ্য কোনোর ধরনের শোধন ছাড়াই পার্শ্ববর্তী এক্তিয়ারপুর খালে নির্মাণ করা হয়। এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) না থাকায় প্রতিষ্ঠানটির দূষিত বর্জ্য পার্শ্ববর্তী খালে নির্গমন করায় পানি সম্পূর্ণ দূষিত হয়ে পড়ে। কারখানা থেকে নিঃসৃত দূষিত পানি ও অপরিশোধিত বর্জ্যরে দুর্গন্ধে ছাতিয়াইন ইউনিয়নের শ্রমিতপুর, দাসপাড়া, ছাতিয়াইন দক্ষিণ, সাকুচাইল, পিয়াইম, শিমুলঘর গ্রামসহ আশপাশে অবস্থিত উপজেলার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দূষণের প্রতিবাদে এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ সভা করেছেন। এর আগে একবার প্রতিষ্ঠানটির ক্রমাগত পরিবেশ দূষণের কারণে পরিবেশ অধিদফতর ২০১৭ সালে ১৭ লাখ ১০ হাজার এবং ২০১৮ সালে ৩৫ লাখ ৭ হাজার ৮ শত ৪০ টাকা জরিমানা করে। তারপরও প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কারখানা চালু রেখে পরিবেশ দূষণ ঘটিয়ে চলেছে।
রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, হবিগঞ্জ জেলা প্রশাসক, হবিগঞ্জ পুলিশ সুপার, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ‘মেসার্স মাড় লিমিটেড কোম্পানি’র মালিককে বিবাদী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ